বিল গেটস দীর্ঘ সময় টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি খুব ব্যস্ত সময় কাটাতেন। এমনকি মধ্যরাতেও নিজের প্রতিষ্ঠানের কর্মীদের নানা সমালোচনা করে মেইল পাঠাতেন এ ধনকুবের।
তবে বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ওয়ারেন বাফেট যেন বিল গেটসের অতিরিক্ত ব্যস্ত ধারণা পরিবর্তন করে দিয়েছেন। এ ধনকুবেরের ব্যক্তিগত ডে-বুক দেখে গেটস উপলব্ধি করেন যে, নিজেকে সময় দেওয়া কিংবা অবসর সময় কাটানো খুব প্রয়োজন।
২০১৭ সালে বাফেটের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, "একটা সময় ছিল, যখন আমি প্রতিটা মিনিটই ব্যস্ত থাকতাম। আমি ভাবতাম, এভাবেই কাজ করা উচিত।"