দরকারের সময় চ্যাটজিপিটির লগইন সমস্যা বা লগইন এরর খুবই বিরক্তিকর এবং হতাশাজনক। চ্যাটজিপিটি-তে সাধারণত কয়েক ধরনের লগইন এরর হয়ে থাকে। যার মধ্যে ক্যাপাসিটি এরর সবচেয়ে বেশি দেখা যায়।
ব্যাবহারকারীরা তখন লগইন করতে চাইলে স্ক্রীনে 'চ্যাটজিপিটি ইজ এট ক্যাপাসিটি রাইট নাও' ভেসে উঠে। বিপুল সংখ্যক ব্যবহারকারী একই সঙ্গে প্লাটফর্মে প্রবেশ করার চেষ্টা করলে এটি হয়। অর্থাৎ, চ্যাটজিপিটি তখন তার ব্যাবহারকারী ধারণ ক্ষমতার সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলার কারণে এটি দেখায়।
আবার অনেকে আরেক ধরনের লগইন সমস্যার সম্মুখীন হন। কিছু কিছু ব্যবহারকারী দেখা যায় একটি লগইন লুপে আটকে পড়েছেন। সেটি হচ্ছে, ব্যবহারকারী চ্যাটজিপিটির লগইন পেজে তাদের লগইন ক্রিডেনশিয়ালস বা তথ্য দেয়ার পর, লগইন বাটনে ক্লিক করলেও বারবার একই লগইন পেজে ফিরে আসেন। এটি অথিন্টিকেশন প্রক্রিয়ার কোনো সমস্যার কারণে ঘটতে পারে। যেখানে সার্ভার ব্যবহারকারীর ক্রেডেনশিয়াল শনাক্ত করতে ব্যর্থ হয়৷ এটি একটি ব্রাউজার ক্যাশের সমস্যার কারণেও হতে পারে। যা ক্যাশ এবং কুকিজ মুছে ফেলার মাধ্যমে সমাধান করা যেতে পারে।