শুধু সরকারের পতন নয়, বিএনপির জন্য যেন বাঁচা-মরার লড়াইও হতে চলেছে এক দফার আন্দোলন। যেকোনো মূল্যে এই আন্দোলনের সফল পরিণতি চায় দলটি। এ নিয়ে সুচিন্তিত পরিকল্পনা বাস্তবায়নে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে তারা।
আন্দোলনের কৌশল ও কর্মসূচির ধরন নিয়ে দলীয় ফোরামের পাশাপাশি আলোচনা করছে শরিক ও সমমনাদের সঙ্গেও। শেষ সময়ে এসে আর কোনো ভুল করতে চায় না তারা। যদিও লক্ষ্যপূরণের পথে রয়েছে নানা চ্যালেঞ্জ।
কাল ১২ জুলাই বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশ করার বিষয়ে গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মৌখিক আশ্বাসও পেয়েছে দলটি। ওই সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিকে প্রাধান্য দিয়ে এক দফা ও রাষ্ট্র সংস্কারের যৌথ রূপরেখা ঘোষণা করা হবে। এদিন নিজ নিজ জায়গা থেকে যুগপৎ আন্দোলনের শরিকেরাও একই দাবি ও কর্মসূচি ঘোষণা করবে।