বিশ্বের অনেক দেশের তুলনায় এখনো কানাডায় সংখ্যায় কম বাংলাদেশি বসবাস করলেও কানাডার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আলোচনার শেষ নেই। আলোচনা হয় সর্বত্র; সাধারণ মানুষের মধ্যে, সংবাদমাধ্যমে, টেলিভিশনের টক শোতে, এমনকি সাম্প্রতিক সময়ের নাটক-সিনেমায়ও। এই আলোচনার একটি কারণ হতে পারে কানাডার বৃহত্তম বাণিজ্যিক শহর টরন্টোতে কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশির গড়ে তোলা কথিত বেগমপাড়া নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা এবং এক ধরনের প্রতিবাদ। আবার এখানকার কিছু বাংলাদেশির জীবনযাত্রার যে ধরন, সেটিও এই আলোচনাকে উসকে দেয়।
এসব আলোচনা ভালো না খারাপ, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। সম্প্রতি কানাডার সরকার এখানে বিদেশিদের প্রপার্টি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কানাডায় বাড়ি বা প্রপার্টি কেনার আইনে কী পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনের ফলে কানাডায় বাংলাদেশিদের বাড়ি কেনার ক্ষেত্রে কী সমস্যা হতে পারে, তা নিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে যাঁরা কানাডায় বসবাস করেন এবং ভবিষ্যতে কানাডায় আসতে চান, তাঁদের কৌতূহলের শেষ নেই।
বেশ কয়েক বছর ধরেই কানাডায় বাড়ির দাম আকাশচুম্বী।