মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী প্রেমিকাকে ১০ কোটি ইউরো (১ হাজার ১৮৯ কোটি টাকা) দিয়ে গেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। তাঁর ওই প্রেমিকার নাম মারতা ফ্যাসিনা। তিনি বেরলুসকোনির দল ফোরজা ইটালিয়ার ডেপুটি। ১৯৯৪ সালে এই দলটি প্রতিষ্ঠা করেন বেরলুসকোনি।
নানা কারণে আলোচিত-সমালোচিত ছিলেন বেরলুসকোনি। দেশটির চারবারের প্রধানমন্ত্রী ১২ জুন মিলানের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি ক্রনিক লিউকেমিয়ায় ভুগছিলেন। মৃত্যুর আগে বেরলুসকোনি তাঁর সম্পত্তি উইল করে গেছেন।
৮৬ বছর বয়সী এই ধনকুবের ও মিডিয়া টাইকুনের মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি ইউরোর বেশি। এর মধ্যে ৩৩ বছর বয়সী প্রেমিকা মারতা ফ্যাসিনাকে ১০ কোটি ইউরো দিয়ে গেছেন বেরলুসকোনি। ২০২০ সালের মার্চ থেকে মারতা দলের প্রধান বেরলুসকোনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।
তবে তারা বিয়ে করেননি। যদিও মৃত্যুর আগে মারতাকে নিজের ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ইতালির পার্লামেন্টে নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন মারতা। সেই থেকে ফোরজা ইতালিয়া দলের হয়ে পার্লামেন্ট সদস্যের দায়িত্ব পালন করছেন তিনি।