২০২১ সালের অক্টোবর থেকে দেড় বছরের কিছু বেশি সময় অভিযান চালিয়ে ৬ লাখেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ খুঁজে পেয়ে সেগুলো বিচ্ছিন্ন করেছে তিতাস।
এই অভিযানে বকেয়াসহ আদায় হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। জরিমানা ও অতিরিক্ত বিল মিলিয়ে পাওয়া গেছে আরও ১৮০ কোটি টাকার বেশি।
এই অবৈধ সংযোগের সঙ্গে জড়িত থাকায় প্রায় সাড়ে তিনশ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার ঢাকার কারওয়ানবাজারে তিতাস কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহ।