হিজাব নিয়ে এ দেশে নানা সময় নানাভাবে কথা ওঠে। কথা নানা দেশেই ওঠে। তবে আমাদের দেশে এই আলোচনা হয় একটু অন্যভাবে। বাংলাদেশ মুসলিমপ্রধান একটি রাষ্ট্র। প্রতিটি ধর্মেরই কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। ইসলামেও আছে। মুসলিম ধর্মের নারীরা সে অনুযায়ী শালীনতা বজায় রেখে চলাচল করবেন, তাই হিজাব-বোরকা চোখে পড়বে—এটাই স্বাভাবিক।
সাম্প্রতিক সময়ে হিজাব-বোরকার ব্যবহার বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হিজাব পরিহিত মেয়ে ভরে গেছে, এমন কথাই আলোচনায় আসছে এবং এই আলোচনা করতে গিয়ে এমনও বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বহু আলোচনা চলছে, বিশেষ করে হিজাব যে মৌলবাদী ধারণাকে আশ্রয় করে তৈরি, সে বিষয়ে আমরা অনেকেই বক্তব্য দিই। গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা চলাকালে কানসহ মুখমণ্ডল খোলা রাখার প্রজ্ঞাপন দেওয়াকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল।