গত শতাব্দীতে দুই মহান বাঙালি উত্তর ইউরোপের মাটিতে পা রেখে বাঙালির মুখ উজ্জ্বল করে গেছেন। একজন 'বাঙালি সংস্কৃতির পাসপোর্ট' রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকজন বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রবীন্দ্রনাথ ১৯১৩ সালে ইউরোপের বাইরের প্রথম নোবেল পুরস্কারজয়ী প্রতিভা হিসেবে সম্মান লাভ করেছিলেন। তিনি এই পুরস্কার গ্রহণ করতে সুইডেনের মাটিতে প্রথম পা রেখেছিলেন ১৯২১ সালে। ওই সফরে তিনি উত্তর ইউরোপের সব থেকে প্রাচীন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান উপসালা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তাঁকে নগরের রেলওয়ে স্টেশনে অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছিলেন সাড়ে তিন হাজার উৎসুক মানুষ। এই শহরের ইতিহাসে শতবর্ষ পরেও এটি একটি বিরল ঘটনা। শতবর্ষ পূর্বে এই শহরে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল অর্ধলক্ষের কিছু ওপরে। এখন এই শহরে তিন লাখের কাছাকাছি মানুষের বাস। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের শতবর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনের ভেতর রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।