সংঘাতপূর্ণ অঞ্চল কিংবা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বা বিপদসংকুল এলাকায় জাতিসংঘের পাঠানো খাবার সরবরাহে এআই রোবট ব্যবহৃত হচ্ছে- এমন দৃশ্য দেখা যেতে পারে আগামী বছরই।
এই প্রযুক্তির ব্যবহার ঝুঁকিপূর্ণ এলাকায় মানবাধিকার কর্মীদের জীবনরক্ষায় সহায়ক হবে বলেই রয়টার্সকে বলেছেন সংস্থাটির কর্মকর্তারা।
গত কয়েক বছরে এসব এলাকায় বেড়েছে সংঘর্ষ, সেইসঙ্গে বেড়েছে সহায়তা কর্মীদের ওপর আক্রমণের সংখ্যাও। জাতিসংঘ বলছে এটি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ব্বোচ্চ। কেবল এ বছরই বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিইএফপি) তিন জন কর্মী প্রাণ হারিয়েছেন সুদানে চলমান সংঘাতে।