আমরা সবাই ঋণমুক্ত একটা জীবন যাপন করতে চাই। আমরা ব্যবসাকে ঋণমুক্ত করতে চাই, কারণ আমরা শুধু ঋণের খারাপ দিকটাই দেখি ভালো দিকটা দেখি না বা মাঝে মাঝে বুঝি না।
প্রশ্ন হচ্ছে ঋণের কি ভালো কোন দিক আছে? অবশ্যই আছে। ঋণ মূলত কি? আমরা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আমাদের ব্যক্তিগত বা বাবসায়িক প্রয়োজনে যে টাকা ধার নেই সেটাই মূলত ঋণ। কারণ এই ঋণের নীতির সাথে আমাদের সুদ অথবা লভ্যাংশ পরিশোধ করতে হয়। আবার কেউ কেউ তাদের কোন আত্মীয়-স্বজন থেকে বিনা সুদে ঋণ গ্রহণ করে থাকেন।
প্রশ্ন হচ্ছে ঋণ কি ভালো নাকি ঋণ খারাপ? সেটা মূলত তার ব্যবহারিক দিকটা দেখেই ঠিক করতে হয়। যেমন যদি কোন ঋণ নিয়ে আপনি খেয়ে ফেলেন বা কোন ভোগ্যপণ্য কেনেন বা এমন কোন দ্রব্য কেনেন যা দিয়ে প্রতি মাসে কোন টাকা আসে না, তাহলে সেই ঋণ ভালো ঋণ নয়। সেটা মূলত মন্দ ঋণ। আবার যে ঋণ আপনার আয়কে বাড়িয়ে দেয়, যে ঋণ আপনার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেয় সেই ঋণ হচ্ছে ভালো ঋণ।