চার বছর পর এসএসসি ও সমমানের পরীক্ষা ফিরছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
২০২৪ সালের এই পরীক্ষায় সব বিষয়ে, পূর্ণ সময়ে, পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থাৎ, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা হবে সব বিষয়ে। আগের মত তিন ঘণ্টায় ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের।
ফেব্রুয়ারির শুরুতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ছিল দীর্ঘদিনের রেওয়াজ। কিন্তু করোনাভাইরাস মহামারী সেই সূচি পাল্টে দেয়।