সিলেটের সাদা পাথরে নিখোঁজের ৩ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলো প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৪:০৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদে নৌকাডু‌বিতে নিখোঁজ আফিক মিয়ার (৪৩) লাশ তিন দিন পর পাওয়া গেছে। আজ সোমবার সকালে ধলাই নদের রেলওয়ে বাংকারের পূর্বপাশের এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাদা পাথর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হয়ে‌ছিলেন আফিক। তাঁর বাড়ি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আফিক মিয়াসহ চারজন কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকায় পাথর আনতে গিয়ে‌ছিলেন। প্রবল স্রোতে নৌকা ডুবে গেলে অন্য তিনজন সাঁতার কেটে পাড়ে উঠলেও তলিয়ে যান আফিক। এর পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পু‌লিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও তাঁর সন্ধান পাওয়া যায়‌নি। পরে আজ সকালে ধলাই নদের রেলওয়ে বাংকারের পূর্বপাশের এলাকায় লাশটি ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, নৌকাড‌ুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ আজ সকালে ধলাই নদে ভেসে ওঠার খবর পেয়ে পু‌লিশ তা উদ্ধার করে। তি‌নি বলেন, লাশ ময়নাতদন্তের জন‌্য সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ প‌রিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us