পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন প্রতিনিধি দল। বৈঠকে ইইউয়ের ছয় সদস্যের প্রতিনিধি দলটি পার্বত্য চট্টগ্রাম তিন জেলায় পরিদর্শনের কথা জানিয়েছেন। সেখানকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন।
আজ সোমবার সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এই ছয় সদস্যের প্রতিনিধি দল এবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় যেতে চান। সেখানকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবেন। সে ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন তারা।’