এক চার্জে ১২ দিন চলবে এই ফিচার ফোন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৪:০৮

স্মার্টফোন সঙ্গে থাকলে এখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় এক মুহূর্তে। অডিও, ভিডিও কল থেকে শুরু করে যে কোনো অজানা বিষয় জেনে নেওয়া যায় এক ক্লিকেই। স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে ফিচার ফোনের ব্যবহার। তারপরও এখনো অনেক কোম্পানি তাদের ফিচার ফোন আনছে বাজারে।


এবার নোকিয়া নিয়ে এলো নতুন দুইটি ফিচার ফোন। এই ফোন দুটি হলো নোকিয়া ১১০ ৪জি এবং নোকিয়া ১১০ ২জি। বাজারে যে কোনো কিউ আর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে এই ফোন দিয়ে। বাড়ির বয়স্কদের পাশাপাশি তরুণরাও যাতে এই ফোন ব্যবহারে আকর্ষিত হয় তার জন্য রাখা হয়েছে মিডনাইট ব্লু এবং পারপেল রংয়ের বিকল্প। সঙ্গে থাকছে ৪জি সাপোর্ট।


উভয় হ্যান্ডসেট পলিকার্বোনেট প্লাস্টিক দিয়ে তৈরি। থাকছে ১.৮ ইঞ্চি কিউকিউভিজিএ ডিসপ্লে এবং এস৩০+ অপারেটিং সিস্টেম। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে। এর সঙ্গে থাকছে এফএম রেডিও এবং এমপি৩ প্লেয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us