সত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না: মিথিলা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৩:২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রাশিদ মিথিলা। এর আগে ওয়েব সিরিজ, চলচ্চিত্রে স্বল্প উপস্থিতিতে দেখা গেলেও এবারই প্রথম প্রধান চরিত্রে টলিউডের ছবিতে অভিষেক ঘটল তার। গত শুক্রবার (৭ জুলাই) কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।


ছবি মুক্তি উপলক্ষ্যে বর্তমানে কলকাতা অবস্থান করছেন মিথিলা। সেখানকার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উঠে আসে তার নতুন সিনেমা, কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ।


উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকের ছায়া অবলম্বনে ‘মায়া’ ছবির গল্প সাজিয়েছেন পরিচালক রাজর্ষি দে। এ প্রসঙ্গে মিথিলা বলেন, “এই ছবিটা আসলে ‘মায়া’ মানে আমারই গল্প, যেটা ম্যাকবেথের প্রেক্ষাপটে গল্প বলা হয়েছে। ‘মায়া’র দৃষ্টিকোণ থেকেই পুরোটা দেখানো হয়েছে। ছবিতে কখনো কখনো মায়াকে ‘ম্যাকবেথ’-এর সেই ডাইনিও মনে হতে পারে। ম্যাকবেথে যেমন তিন ডাইনিকে ভবিষ্যদ্বাণী করতে দেখা যায়, এটা এখানে ‘মায়া’ করে। এটা যদিও 'ম্যাকবেথ'-এর সরাসরি অ্যাডাপটেশন নয়, এখানে সৃজনশীলতার খাতিরে পরিচালক কিছু বদলও এনেছেন। বিভিন্ন বয়সের টাইমলাইনে ‘মায়া’কে দেখানো হয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us