সুদহার করিডোর পদ্ধতি অনুসরণ করে ঋণের সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি চালুর পর এ বিষয়ে প্রশিক্ষণ নিতে ভারত গেছেন বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল।
নয় সদস্যের এ প্রতিনিধি দল এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অভিজ্ঞতা নেবেন। রোববার দুপুরে তারা ঢাকা ছেড়েছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোম থেকে বুধবার পর্যন্ত তিন দিন সেখানে প্রশিক্ষণ নেবেন বলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে।
প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বিভাগের তদারকির দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক (গবেষণা) এজাজুল ইসলাম, মুদ্রানীতি বিভাগের পরিচালক আব্দুল কাউয়ুমসহ মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন সংশ্লিষ্ট ছয় কর্মকর্তা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মেনে আর্থিক খাতে সংস্কারের অনেক উদ্যোগের মধ্যে সুদহার সীমা ৯ শতাংশ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
গত জুনে ঘোষিত জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদহারের সীমা ৯ শতাংশ তুলে দিয়ে সুদহার করিডোর পদ্ধতি অনুসরণ করে রেফারেন্স রেট চালু করে। মুদ্রানীতির আগের কাঠামোতে থাকা ‘মনিটারি টার্গেটিং’ নীতি পরিবর্তন তরে ‘ইন্টারেস্ট রেট টার্গেটিং’ নীতি চালু করা হয়।