কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে এপিবিএন পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় আরসার সদস্য মোহাম্মদ হোসেন নামে এক রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছেন।
সোমবার ভোরে উখিয়ার ১৭ নম্বার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন উর রশিদ।
তিনি বলেন, ‘ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা চালনা করে। এ সময় তারা (আরসা) পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।’