নেত্রকোনায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, মাসহ আহত ৪

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ২১:০৩

নেত্রকোনায় বাসচাপায় সিএনজিতে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় মাসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।


নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহবাজপুরের কামারউড়া গ্রামের আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) ও তাঁর ছেলে বনি আমিন (১২)। আর আহত ব্যক্তিরা হলেন আবুল হাশেমের স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ফাতেমা আক্তার (২) ও ছেলে আদম আলী (৮)।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হাশেম তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে আজ বিকেলে ময়মনসিংহ থেকে সিএনজিতে করে নেত্রকোনার আটপাড়ায় খালুশ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ছেলে বনি আমিন নিহত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে ঝরল দুই জনের প্রাণ

বিডি নিউজ ২৪ | চট্টগ্রাম মেট্রোপলিটন
১ সপ্তাহ, ৫ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us