১৩ বছরের কারাবাসের পর নির্দোষ প্রমাণিত

চ্যানেল আই প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ২০:৫৫

১৩ বছরের কারাবাসের পর নির্দোষ প্রমাণিত হয়েছেন জার্মানির নাগরিক মানফ্রেড গেনডিৎসকি। ১৩ বছর আগে খুনের দায়ে জেল হয়েছিল তার।


আনন্দবাজার জানিয়েছে, গত শুক্রবার মিউনিখের একটি আদালত তাকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দিয়েছে। এখন ৬২ বছরের মানফ্রেডের দাবি, তার জীবনের ১৩টি হারানো বছর ফিরিয়ে দেওয়া হোক।


২০০৮ সালে জার্মানির মিসবাখ প্রদেশের রটাখ এগার্ন শহরের একটি আবাসন দেখভালের কাজ করতেন মানফ্রেড। সেই আবাসনের একটি ফ্ল্যাটের বাথটব থেকে উদ্ধার হয় ৮৭ বছরের এক বৃদ্ধার মৃতদেহ। বৃদ্ধা ছিলেন ওই ফ্ল্যাটেরই বাসিন্দা। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করে, মানফ্রেডই খুন করেছেন বৃদ্ধাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us