অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দীর্ঘ শিরোপা খরা কেটেছে ইংল্যান্ডের। ফাইনালে স্পেনকে হারিয়ে ১৯৮৪ সালের পর প্রথমবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় স্বাদ পেয়েছে ইংলিশ যুবারা।
শনিবার রাতের শিরোপা লড়াইয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন কার্টিস জোন্স। ম্যাচের একেবারে শেষ দিকে সমতা টানার সুযোগ পায় স্পেন। তবে স্পেনের অধিনায়ক আবেল রুইসের পেনাল্টি শট ঠেকিয়ে ইংলিশদের শিরোপা জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটি যুব দলের গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।
চ্যাম্পিয়ন হওয়ার পথে ছয় ম্যাচের সবগুলোতে জিতেছে ইংল্যান্ড এবং কোনো ম্যাচেই গোল হজম করেনি তারা।