You have reached your daily news limit

Please log in to continue


অ্যান্ড্রয়েডে থ্রেডসের নোটিফিকেশন বন্ধ করবেন কীভাবে?

সদ্যই লঞ্চ হয়েছে ‍টুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস। নতুন এই সোশ্যাল মিডিয়া মাধ্যম তৈরি করেছে মেটার ইন্সটাগ্রাম টিম। থ্রেডস লঞ্চের একদিনের মধ্যেই ৫০ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। 

ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকলে এর সাহায্যে অনায়াসেই থ্রেডসে অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই অ্যাপ সাপোর্ট করছে।

অ্যান্ড্রয়েড ভার্সানে থ্রেডসের নোটিফিকেশন নিয়ন্ত্রণ ও মিউট করবেন কীভাবে?

থ্রেডস থেকে আপনি নোটিফিকেশন সরিয়ে দিতে পারবেন। যদি নোটিফিকেশনের মাধ্যমে প্রচুর মেসেজ আসে এবং আপনি সেই ব্যাপারে অভ্যস্ত না হন, তাহলে আপনি নোটিফিকেশন নিয়ন্ত্রণ করতে পারবেন, মিউটও করা যাবে। এজন্য কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে।

ইউজারকে প্রথমে থ্রেডস অ্যাপে নিজের প্রোফাইল পেজে যেতে হবে। এরপর উপরে ডানদিকের কোণে থাকা মেনু বাটনে ক্লিক করতে হবে। এবার নোটিফিকেশন অপশনে ট্যাপ করতে হবে। এরপর ইউজার পজ অল অপশনে ক্লিক করতে পারেন। অথবা থ্রেডস অ্যান্ড রিপ্লাই কিংবা ফলোয়িং ও ফলোয়ার্স অপশনে সিঙ্গুলার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন