মনে করুন আপনি একজন আর্জেন্টাইন। আপনাকে যদি প্রশ্ন করা হয় কে সেরা? লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? উত্তরটা কি আসবে সেটা আগে থেকেই চোখ বন্ধ করেই বলে দিতে পারবে যে কেউই।
একজন আর্জেন্টাইনের চোখে মেসি ছাড়া অন্য কেউ সেরা যে হতেই পারেন না তার অসংখ্য নজির দেখা গেছে ইতোমধ্যেই। কিন্তু পুরো ব্যতিক্রমী চিত্র দেখালেন আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
আগুয়েরোর মতে মেসি-রোনালদো দুজনের কেউই কারো চেয়ে এগিয়ে নেই। দুজনেই সেরার দিক থেকে সমান।
সোশ্যাল মিডিয়া স্ট্রিমার দাভো শেনিজের সঙ্গে আড্ডায় ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকার বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের জন্যই মেসির সমান অবস্থানে থাকবে।’
তিনি আরও বলেন, ‘খেলার মান ধরে রেখে প্রতিদ্বন্দ্বিতা করাটা মোটেও সহজ ব্যাপার নয়। তারা ১০–১১ বছর ধরে ব্যালন ডি’অর জয়ের লড়াই করছে। দুজনেই সেরা হওয়ার প্রতিদ্বন্দ্বতা করছে।’