কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের নতুন গান ‘সন্ধ্যাতারা’ প্রকাশ পেয়েছে গতকাল সন্ধ্যায়। এতে অংশ নিয়েছেন তারকা দম্পতি শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। গানটিতে বন্দিশ ও পপ গানের ফিউশন করা হয়েছে, সঙ্গে আছে অর্ণবের নিজের করা ইডিএম (ইলেকট্রনিক ড্যান্স মিউজিক)-এর স্বাদ। বন্দিশ সাধারণত হিন্দি ও উর্দুতে লেখা হয়। এই প্রথমবারের মতো প্ল্যাটফর্মটিতে বাংলা ভাষায় বন্দিশ পরিবেশন করা হয়েছে।
ইমন রাগের ওপর ভিত্তি করে তৈরি ‘ম্যায় ওয়ারি ওয়ারি জানুগি’ শিরোনামের বন্দিশটিকে এ গানে বাংলায় উপস্থাপন করা হয়েছে। মূল গানটির সুর করেছিলেন ওস্তাদ বিলায়েত হুসেন খাঁ, বাংলায় রূপান্তর করেছেন দিবস কৃষ্ণ বিশ্বাস। ‘সন্ধ্যাতারা’ গানে শাস্ত্রীয় ও লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্রের মিশ্রণ ঘটেছে। ফিউশনটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন অদিত রহমান। আর ‘বেলা হারায়’ অংশটির সুর করেছেন অর্ণব।