কদিন ধরে কোমরে ব্যথা করছে, কিডনিতে কিছু হলো না তো?
আমাদের মধ্যে এমন একটা ধারণা আছে, কোমরে ব্যথা মানেই কিডনিতে কোনো সমস্যা। যেহেতু এক জোড়া কিডনির অবস্থান মেরুদণ্ডের নিচের দিকের দুই পাশে। তাই অবস্থানগত কারণেই মানুষের মধ্যে কোমরের ব্যথার সঙ্গে কিডনির সম্পর্ক আছে, এমন একটা ভাবনা কাজ করে। কিন্তু কোমরের ব্যথার যত কারণ আছে, তার ভেতর কিডনির সমস্যা খুব বিরল।
কখনো কখনো কিডনিতে সংক্রমণ বা পাথর হলে মেরুদণ্ডের নিচের দুই পাশে ব্যথা হলেও হতে পারে, কিন্তু তার সঙ্গে জ্বর, প্রস্রাবের জ্বালাপোড়া ইত্যাদি উপসর্গও থাকে। কিডনি বিকলজনিত বেশির ভাগ সমস্যায় কোমরে ব্যথা খুব বেশি হয় না। বরং আঘাতজনিত কারণ, অতিমাত্রায় পরিশ্রম বা ভারী জিনিস উত্তোলন, দীর্ঘক্ষণ বসে থাকা বা গাড়ি চালানোর মতো কাজ করার কারণে কোমরব্যথার মতো উপসর্গ বেশি দেখা যায়। আবার মেরুদণ্ডের নানা সমস্যা যেমন স্পন্ডালাইটিস, বয়সজনিত বাত বা অস্টিওপরোসিস ইত্যাদির কারণে কোমরে ব্যথা হতে পারে।