এটিএন বাংলার প্রায় প্রতি ঈদ আয়োজনেই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হোন কণ্ঠশিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ারের (ডন)। ব্যতিক্রম হচ্ছে না এবারও। ‘লাজুক রূপসী’শিরোনামের এই অনুষ্ঠানে এবার পাঁচটি গান পরিবেশন করবেন তিনি। যা প্রচার হবে এটিএন বাংলায় ঈদের ১০ম দিন রাত ১১টায় ।
এবার ডনের একক গানের অনুষ্ঠান একটু ব্যতিক্রম। কারণ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শিল্পীর একমাত্র মেয়ে ফাতেমা তুজ জোহরা জাইমা।
ডন বলেন, ‘গানের মাধ্যমে শ্রোতাদের নির্মল বিনোদন দেয়ার চেষ্টাটা করে থাকি। তাই আমার বিশ্বাস, বরাবরের মতো এবারের গানগুলোও শ্রোতাদের ভালো লাগবে।’