মার্কিন আন্ডার সেক্রেটারির ঢাকা সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ জুলাই ২০২৩, ১১:৪২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার, গণতন্ত্র ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশ সফরে আসছেন ১১ জুলাই।  


এ সফরে তিনি রোহিঙ্গা শরণার্থী সংকটসহ মানবিক, শ্রম, মানবাধিকা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচার ইস্যুতে বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে কথা বলবেন।  


ঢাকা সফরের আগে উজরা জেয়া আজই ভারত পৌঁছাবেন। সেখানে তিনি মার্কিন-ভারত অংশীদারিত্বকে আরও গভীর এবং স্থায়ী করার বিষয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করবেন। আলোচনায় বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান, গণতন্ত্র, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মানবিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসবে।  


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রর দপ্তরের এক মিডিয়া নোটে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, দুই দেশেই আন্ডার সেক্রেটারি জেয়া নাগরিক সমাজিক সংগঠনগুলোর সাথে মতপ্রকাশের স্বাধীনতা, নারী ও মেয়েদের অন্তর্ভুক্তি, প্রতিবন্ধী, প্রান্তিক ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ে কথা বলবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us