মণিপুরে যে কারণে আলোচনায় ‘জালেন-গাম’

প্রথম আলো আলতাফ পারভেজ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৩, ১০:৩২

মণিপুরের মানচিত্র দেখতে হীরার খণ্ডের মতো। কেউ কেউ তাই ছোট্ট এ ভূখণ্ডকে ‘হীরক রাজ্য’ও বলেন। খ্যাতনামা রাজনীতিবিদদের মাঝে জওহরলাল নেহরু প্রথম মণিপুরকে এ রকম সম্বোধন করেন। সেই হীরার খণ্ডে এক মাস ধরে জাতিগত দাঙ্গা চলছে।


কোনো জনপদকে হীরার সঙ্গে তুলনায় বাড়তি আবেগ থাকে। তবে এ–ও সত্য, মণিপুরের প্রকৃতি অপরূপ। নয়টি পর্বতমালার মাঝে একটা উপত্যকা ইম্ফল দেখতে অনন্য। যাঁরা ইতিমধ্যে হাওবাম পবন কুমারের ৭৫ মিনিটের নাইন হিলস ওয়ান ভ্যালি দেখেছেন, তাঁরা মণিপুরের মানুষ ও প্রাকৃতিক বৈচিত্র্যের ভক্ত না হয়ে পারেননি।


এখানকার মানুষগুলো সাদাসিধা। তবে তাঁদের জাতিগত ও ধর্মীয় বিন্যাস খুব জটিল। চলমান দাঙ্গার উৎস ও ফলাফল বুঝতে গেলে সেদিকেই নজর দেওয়া ভালো। ইদানীং কেউ কেউ বলছেন, যদিও দাঙ্গার কারণ বহুবিধ, কিন্তু এর ভরকেন্দ্রে আছে কোনো এক ‘জালেন-গামে’র জন্য পাহাড়ি কুকি-চিন-মিজোদের আদিম আকুতি। কতটা সত্য এ কথা?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us