‘কনটেন্ট মডারেশন’ নিয়ে কয়েকটি সরকারি সংস্থার লোকজনকে সামাজিক মাধ্যম কোম্পানিরগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধের নির্দেশের বিরুদ্ধে এবার আপিল করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
বুধবার এই আপিল হয়েছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিনস শহরের ‘ইউএস কোর্ট অফ আপিল ফর দ্য ফিফথ সার্কিটে’। এতে আদালতের দেওয়া ‘সামাজিক মাধ্যমগুলোর ওপর খবরদারি বন্ধের’ আদেশ পর্যালোচনা চেয়েছে প্রশাসন। তাদের বিবেচনায় ভুল তথ্য ছড়ানো ঠেকাতে সরকারের উদ্যোগ ছিল এগুলো।
যে রয়ের বিরেুদ্ধে এই আপিল সেই মামলাটি করেছিলেন মিসৌরির সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক স্মিড ও লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল জেফ ল্যান্ড্রি। মামলায় অভিযোগ ছিল, মার্কিন সরকারি কর্মকর্তারা ‘স্পর্শকাতর’ পোস্ট ঠেকাতে সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে এত বেশি চাপ দিয়েছে যে এটি কোভিড ১৯ মহামারীর ভ্যাক্সিন সমস্যা এমনকি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।