নভেম্বরে সাড়া জাগানো আত্মপ্রকাশের পর এই প্রথম ভাটা পড়েছে কৃত্রিমবুদ্ধিমত্তা নির্ভর বহুল আলোচিত অ্যাপ চ্যাটজিপিটির ব্যবহারে।
বিশ্লেষক কোম্পানি সিমিলারওয়েব বলছে, জুন মাসে প্রথমবারের মতো কমেছে তাদের নিয়মিত ও অনিয়মিত ব্যবহারকারীর সংখ্যা।
প্রাপ্ত ডেটা অনুসারে মে মাসের তুলনায় বিশ্বব্যাপী চ্যাটজিপিটির ডেস্কটপ এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমেছে নয় দশমিক সাত শতাংশ। এর মধ্যে অনিয়মিত ব্যবহারকারী কমেছে পাঁচ দশমিক সাত শতাংশ, আর সাইটে ব্যবহারকারীদের কাটানো সময় কমেছে আট দশমিক পাঁচ শতাংশ।