ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিন সংবাদ সম্মেলন করে বলেছেন, নিজেদের সঙ্গে থাকা জিনিসপত্র ও শরীরের নিরাপত্তা নিজেকেই নিতে হবে। এই বক্তব্যের সূত্রে তাঁকে দুটি প্রশ্ন করা যায়—এক. যদি জানমালের নিরাপত্তা নিজেদেরই নিতে হয়, তাহলে পুলিশের কাজটা কী? দুই. জিনিসপত্র ও শরীরের নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে কি তবে অস্ত্রপাতি নিয়ে বের হতে হবে?