বর্ষায় এসির একটু বাড়তি যত্নের প্রয়োজন। কারণ গরমে এসি চালালেও বর্ষার সময় আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকে। এজন্য এসি বন্ধ রাখেন অনেকেই। তবে বর্ষার এই সময়টাতে ছোট একটা ভুলে এসি খারাপ হয়ে যেতে পারে।
বর্ষার আগমনের ফলে বাইরের বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়। এই কারণেই এসির হাওয়া আরও মনোরম অনুভব হয়ে ওঠে। এসির শুষ্ক বাতাস ঘরের আর্দ্রতা দূর করে। ফলে ঘরে আর্দ্রতা থাকে না। তাই বর্ষাকাল এসির হাওয়া সবচেয়ে ভালো লাগে, কারণ এসির হাওয়ায় একই সঙ্গে ঘরের ভেতরের তাপমাত্রা এবং আর্দ্রতা দুইই নিয়ন্ত্রণে থাকে৷
বৃষ্টির সঙ্গে যদি ঝোড়ো হাওয়া বইতে থাকে তাহলে এসির আউটডোর ইউনিট দেখে রাখতে হবে। এমনকি এ সময় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দিলে অনেক সময় ধুলা বালি আউটডোর ইউনিটের কন্ডেনশর কয়েল ব্লক করে দিতে পারে। এতে এসির কুলিং ক্ষমতা কমে যেতে পারে।