আমদানি ব্যয় কমেছে ১০ শতাংশ

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১০:৩২

ডলার–সংকটে পণ্য আমদানি নিয়ন্ত্রণে সদ্য বিদায়ী অর্থবছরে নানা পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তাতে পণ্য আমদানির ঋণপত্র খুলতে হিমশিম খান আমদানিকারক ও ব্যবসায়ীরা। এতে শিল্পের কাঁচামাল ও বিলাস পণ্যের মতো কিছু পণ্য আমদানিও কমে গেছে। সদ্য বিদায়ী অর্থবছরের আমদানির পরিসংখ্যানে সেই চিত্র উঠে এসেছে। ২০২২-২৩ অর্থবছর শেষে পণ্য আমদানি ব্যয় আগের অর্থবছরের চেয়ে কমেছে প্রায় ১০ শতাংশ। আর আমদানি হওয়া পণ্যের পরিমাণ কমেছে ৪ শতাংশের কাছাকাছি।


গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে সব ধরনের পণ্যের দাম বাড়তে থাকে। এরপর গত বছরের জুলাই থেকে বিশ্ববাজারে পণ্যের দাম কমতে শুরু করে। বিশ্ববাজারে পণ্যের দাম কমার প্রভাবও পড়েছে সদ্য বিদায়ী অর্থবছরের আমদানি ব্যয়ের ক্ষেত্রে।


পণ্য আমদানি বাড়লে সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। বিশেষ করে শিল্পের কাঁচামাল আমদানি বাড়লে তাতে শিল্পের উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদনের ওপর ভর করে বাড়ে কর্মসংস্থান ও শিল্পের প্রবৃদ্ধি। আবার রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি বাড়লে রপ্তানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us