কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে প্রযুক্তি শিল্পে কর্মী ছাঁটাই বাড়ছে

বণিক বার্তা প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১০:৪৮

নতুন উদ্ভাবন ও পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে তথ্যপ্রযুক্তি খাতের সুনাম থাকলেও খানিকটা বিপত্তি হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), যা প্রযুক্তি খাতের কর্মসংস্থানের ওপর রীতিমতো প্রভাব ফেলছে। আগে যেমন মনে করা হয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজগুলোকে খুব বেশি প্রতিস্থাপিত করতে পারবে না। কিন্তু এআইয়ের প্রভাবে সিলিকন ভ্যালিতে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বাড়ছে। কর্মীদের মধ্যেও চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে বলেও প্রতিবেদন প্রকাশ করেছে টেক টাইমস। 


সম্প্রতি প্রকাশিত সিএনএনের প্রতিবেদনে চেগ, আইবিএম, ড্রপবক্সসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়নে উল্লেখযোগ্য হারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টি উঠে এসেছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে মানুষ দ্বারা পরিচালিত বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় হওয়ার সম্ভাবনাও বেড়েছে। এ অটোমেশন চাকরির স্থানচ্যুতি এবং নির্দিষ্ট কিছু পেশার ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে উদ্বেগের কারণ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাছাড়া প্রযুক্তিগত অগ্রগতিগুলো এমন এক ধরনের পরিবর্তনশীল পরিবেশকে নির্দেশ করে, যার সঙ্গে মানিয়ে চলতে প্রতিষ্ঠানেরও পুনর্বিন্যাসের প্রয়োজন পড়বে। এতে গুরুত্ব পাবে এআইয়ের দক্ষতাসম্পন্ন কর্মীরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us