দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেনে বিভ্রাট দেখা দিয়েছে। বুধবার (৫ জুলাই) ও মঙ্গলবার (৪ জুলাই) পর পর দুই দিন বেশ কিছু ব্রোকার হাউসে শেয়ার কেনা-বেচার অর্ডার দিতে সমস্যা হয়েছে।
বিষয়টি স্বীকারও করেছে ডিএসই কর্তৃপক্ষ। তারা বলছে, এটি কারিগরি ত্রুটির কারণে হয়েছে। এরপর কারিগরি ক্রটির কারণটিও চিহ্নিত করা হয়েছে, যাতে এ ধরনের সমস্যা না হয় সেজন্য কাজ চলছে।