আলোচনায় নায়ক আড়ালে নায়িকারা

সমকাল প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১০:০১

সিনেমা যতই আলোচিত বা ব্যবসা সফল হোক, তার পুরো কৃতিত্বটাই যায় নায়কের ঘরে। এক সময় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি, নয়তো প্রিয় নায়ক বা নায়িকার টানেও হলে দর্শক যেতেন। কিন্তু এখনকার ছবিগুলো নায়কপ্রধান, নায়িকারা হয়ে গেছেন গৌণ। তাই ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলো সাফল্য পেলেও ছবির নায়ক শাকিব খান, আফরান নিশো, মাহফুজ আহমেদ, নিরবই হয়ে উঠেছেন মুখ্য। 


দাপুটে শাকিব খান


দুই যুগের বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে শাকিব খান একাই ধারাবাহিক সাফল্য এনে দিচ্ছেন। অনেকে মাঝেমধ্যে সাফল্য আনলেও শাকিব খান তাঁর জায়গায় থেকেছেন অনড়। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সর্বাধিক ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি ঈদের দেড় সপ্তাহের মাথায়ও তুমুল সাফল্য নিয়ে প্রদর্শিত হচ্ছে। 


নিশোর রাজকীয় অভিষেক


টিভি পর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশো বড় পর্দায় কবে আসবেন– এই অপেক্ষার অবসান হলো এবারের ঈদে। রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যেন রাজকীয় অভিষেক হলো তাঁর। নিশো অভিনীত সুড়ঙ্গ দেশের ২৮টি সিনেমা হলে চলছে ঈদের দিন থেকে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের ভালোবাসায় সিক্ত এই অভিনেতা। সিঙ্গেল স্ক্রিনে তাঁর সিনেমা দাপট দেখাতে না পারলেও স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় এ ছবির রেকর্ড ৩৩টি শো চলছে। প্রথম তিন দিনই হাউসফুল ছিল ‘সুড়ঙ্গ’।


মাহফুজের দারুণ ফেরা


টিভি নাটকের রোমান্টিক অভিনেতা মাহফুজ আহমেদ। নব্বইয়ের দশকের নাটকে রোমান্টিকতা মানেই যেন মাহফুজ আহমেদ। হুমায়ূন আহমেদের হাত ধরে সেই মাহফুজ অভিষিক্ত হন সিনেমায়। পেয়েছেন সাফল্যও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তোলেন। কিন্তু হুট করেই আড়াল হন তিনি। না করছিলেন নাটক, না করছিলেন সিনেমা। সেই মাহফুজ এবার ‘প্রহেলিকা’ নিয়ে ফিরলেন। আট বছর পর তাঁর ফেরা। সর্বশেষ ২০১৫ সালে মাহফুজ আহমেদকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো ডিগ্রি’ সিনেমায়। আট বছরের বিরতি শেষে প্রহেলিকা দিয়ে ভালোভাবেই ফিরলেন তিনি। ফিরেই জয় করলেন দর্শকের হৃদয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us