মাইক্রোচিপ শিল্পে দুটো অপরিহার্য কাঁচামাল গ্যালিয়াম ও জার্মেনিয়াম রপ্তানি নিয়ন্ত্রণে নতুন আদেশ জারি করে তুরুপের তাস খেলে দিয়েছে বেইজিং, এবং তা তৈরি করবে নতুন সংকট– বলছেন এই শিল্প সংশ্লিষ্টরা।
সেমিকন্ডাক্টর নিয়ে চীন-মর্কিন প্রযুক্তি যুদ্ধ দিনদিন আরও বাড়বে বলে তাদের অনুমানের কথা উঠে এসেছে সিএনএন-এর একটি প্রতিবেদনে।
“আমাদের মনে হচ্ছে, এআই চিপ রপ্তানিতে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার জবাবে এটি দ্বিতীয় এবং অনেক বড় আঘাত।” বলেছেন মার্কিন বিনিয়োগ ব্যাংক জেফ্রিসের বিশ্লেষরা। তাদের হিসাবে, গত মে মাসে যুক্তরাষ্ট্রের বৃহত্তম চিপ নির্মাতা মাইক্রনকে নিষেধাজ্ঞা দেওয়া ছিলো প্রথম আঘাত।
এখন আমরা গ্যালিয়াম ও জার্মেনিয়াম সম্পর্কে আরও বিস্তারিত জানব, সেইসঙ্গে চলমান এই অবরোধ চিপ যুদ্ধের জল কোথায় নিয়ে গড়ায় এবং আগামীতে আরও কী কী পদক্ষেপ আসতে পারে, খুঁজবো সেসব প্রশ্নের উত্তরও।