দেড় কোটি বাংলাদেশি কর্মী বিদেশে কর্মরত: প্রধানমন্ত্রী

সমকাল প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১৯:৩১

বর্তমানের বিশ্বের ১৭৬টি দেশে ১ কোটি ৪৯ লাখের অধিক কর্মী কর্মরত রয়েছে বলে সংসদেকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।


বুধবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরপর্বে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।


এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।


প্রধানমন্ত্রী বলেন, সুশৃঙ্খল, নিরাপদ ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিতকরণে সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে বাংলাদেশের ১ কোটি ৪৯ লাখের অধিক কর্মী কর্মরত রয়েছেন।


বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এক যুগে পেশাজীবী, দক্ষ, আধা দক্ষ ও স্বল্প দক্ষ ক্যাটাগরিতে ৮১ লাখ ৪৭ হাজার ৬৪২ জনের বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে বলেও সংসদকে জানান টানা তিনবারের প্রধানমন্ত্রী।


শেখ হাসিনা আরও বলেন, নারী কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণার্থী নির্বাচন ও ওরিয়েন্টেশন কার্যক্রম জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং বিকেন্দ্রীকরণের ফলে বিগত এক যুগে প্রায় ১০ লাখ নারী কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us