রিকন্ডিশনড গাড়ি কিনতে চান? লক্ষ রাখবেন যেসব বিষয়...

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১৭:০২

দৈনন্দিন জীবনে সময় বাঁচানো এবং যাতায়াতের সুবিধার লক্ষ্যে যে বাহনটির কথা মানুষ সবচেয়ে বেশি স্মরণ করে সেটি হচ্ছে গাড়ি। বাসের ভিড়ভাট্টা এড়িয়ে শান্তির যাত্রার জন্য গাড়ি অনেকেরই পছন্দের তালিকার উপরে থাকে। দেশীয় প্রেক্ষাপটে উচ্চবিত্তের কাছে গাড়ি কেনাটা তুলনামূলক সহজ হলেও দুর্মূল্যের বাজারে উচ্চমধ্যবিত্ত বা মধ্যবিত্তের নতুন গাড়ি কেনা অনেকটা কঠিনই বটে।


তা বলে কি শখ পূরণ করতে নেই? আমাদের দেশের প্রেক্ষিতে বিলাসবহুল বাহন হিসেবে গাড়ি অনেকের কাছেই শখের তোলা। তাই শখ আর সাধ্য যখন একসাথে পূরণ করা কিছুটা বাধা হয়ে দাঁড়ায়, তখন অনেকেই বেছে নেন রিকন্ডিশনড গাড়ি বা 'সেকেন্ড হ্যান্ড গাড়ি'।


রিকন্ডিশনড বা সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়তো একেবারে ঝা চকচকে নতুন গাড়ির মত অনুভূতি দেয় না। কিন্তু দেখেশুনে কিনতে পারলে এই গাড়িগুলোও চলে দীর্ঘদিন। যা একদিকে বিলাসিতাও মেটাবে, অপরদিকে পকেটকেও খানিকটা আরাম দেবে। রিকন্ডিশনড গাড়ি বলতে মূলত বেশ কিছু সময় ব্যবহারের পর রিপেয়ার করে বাজারে ছাড়া গাড়িগুলোকেই নির্দেশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us