ঢাকা: ভারত থেকে আমদানি শুরুর পর রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছিল কাঁচা মরিচের দাম। কিন্তু দুইদিন যেতে না যেতেই ফের বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির ঝাল।
বুধবার (৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরঝিল কাঁচা বাজার, মধুবাগ কাঁচা বাজার, মিরপুর-১ এর শাহ আলী কাঁচা বাজার ঘুরে এবং ভ্রাম্যমাণ ভ্যানে করে সবজি বিক্রি করা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র দেখা যায়। এসব বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। অথচ দুইদিন আগেও এসব বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছিল।
আমদানি বন্ধ, খরা ও অতিবৃষ্টির অজুহাতে কোরবানির ঈদের আগে হঠাৎ করে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। এক সময় নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম গিয়ে ঠেকে ৮০০ থেকে ১০০০ টাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। ঈদের ছুটি শেষে গত রোববার (২ জুলাই) থেকে দেশে কাঁচা মরিচ ঢুকতে শুরু করলে একদিনেই এর দাম নেমে আসে। সোমবার (৩ জুলাই) রাজধানীর বাজারগুলোতে অনেকটাই কম দামে বিক্রি হয় কাঁচা মরিচ।