কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায় কিংবা বৃষ্টিহীন দিনে আপনার মনে হতেই পারে ভিন্ন সাজে সাজার। নিজেকে আগের চেয়ে একটু বেশি গর্জিয়াসভাবে উপস্থাপন করার ইচ্ছাও ডানা মেলতে পারে। আত্মীয়ের বাড়িতে দাওয়াত থেকে শুরু করে বিয়েতেও অন্যরকম নিজেকে সাজাতে পারেন। এ সময়ের মেকআপে নিজেকে ‘নীলাঞ্জনা’ করে তুলতে পারেন। চোখ, ঠোঁট ও নখে নিয়ে আসতে পারেন নীলের প্রাধান্য।