বলিউডের অন্দরমহল নিয়ে স্পষ্ট মন্তব্য করতে জুড়ি নেই বিদ্যা বালানের। কঙ্গনা রানাওয়াতের মতো বিতর্ক সৃষ্টি করেন না ঠিকই, তবে কাস্টিং কাউচ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন একাধিকবার। যার শিকার হয়েছেন অভিনেত্রী নিজেও। তথাকথিত অভিনেত্রীর যে সংজ্ঞা সাধারণ মানুষের মস্তিষ্কে গেঁথেছিল তা হলো- দেখতে সুন্দর, ফর্সা, স্লিম, লম্বা, টিকালো নাক বিশিষ্ট নারী। যদিও বিদ্যা বালান ক্যারিয়ার যখন শুরু করেছিলেন এর অধিকাংশ বৈশিষ্ট্যই তার মধ্যে ছিল। একটা সময়ের পর তার স্বাস্থ্য বাড়তে থাকে। যা নিয়ে বলিউডে বিভিন্ন সময় কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে।
তবে প্রথম থেকেই এই লড়াকু মানসিকতা তার ছিল না। যার ফলে একটা সময় নিজেকেই নিজে ঘৃণা করতেন বিদ্যা বালান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতে মোটেই তার পছন্দ হতো না। তিনি নিজেই নিজেকে বিচার করা শুরু করেছিলেন। যদিও এই মানসিক যন্ত্রণা খুব বেশিদিন ভোগ করতে হয়নি তাকে। একটা সময়ের পর তিনি প্রমাণ করেছিলেন এই চেহারা নিয়ে তিনি একাই একটি ছবিকে টেনে নিয়ে যেতে পারেন। তার ছবি চলার জন্য তথাকথিত কোনো হিরোর প্রয়োজন হয় না। আর এখন তিনি প্লাস সাইজ নিয়ে বেজায় খুশি।