ভিডিও কলে কথা বলার জন্য একসময়ের জনপ্রিয় অ্যাপ স্কাইপের কথা কি মনে পড়ে? ২০০০'র দশকে লং-ডিসট্যান্স ফি পরিশোধ করা ছাড়াই পরিবার-পরিজন বা বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার একটি জনপ্রিয় মাধ্যম ছিল এই ভয়েস, ভিডিও ও ম্যাসেজিং অ্যাপটি। কিন্তু অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, সময়ের সাথে সাথে এই অ্যাপটি যেন নীরবে-নিভৃতেই আড়াল হয়ে গেছে!
২০০৫ সালে ইবে এই অ্যাপটি কিনে নেয়। কিন্তু যেমন পরিকল্পনা করা হয়েছিল, সেভাবে সফল হয়নি তারা। সিলভার লেক নামক একটি ইনভেস্টর গ্রুপ ২০১১ সালে এর অধিকাংশ শেয়ার কিনে নেয়। এরপর ২০১১ সালে স্কাইপকে টিকিয়ে রাখার জন্য এগিয়ে আসে মাইক্রোসফট; ৮.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে তারা স্কাইপ অধিগ্রহণ করে।
বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির সহায়তা থাকা সত্ত্বেও স্কাইপ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল। করোনাভাইরাস মহামারির সময় ভোক্তা ও ব্যবসায়িক কর্মীরা স্কাইপ নয়, বরং জুম এবং মেটার হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোকে বেছে নিয়েছে যোগাযোগের মাধ্যম হিসেবে। আর বর্তমানে অসংখ্য অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে স্মার্টফোনেই বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে গ্রুপ ভিডিও কল বা মিটিংয়ে সংযুক্ত হওয়া যায়।