সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১৫:১৬

ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে সিনেমাটি দেশ ছাড়িয়ে মুক্তি পাচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে।


এর মধ্যে প্রথম বাংলা সিনেমা হিসেবে সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। সোমবার (০৩ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির সহ-প্রযোজক ও আলফা আই এর কর্ণধার শাহরিয়ার শাকিল।  


তিনি বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী ৭ জুলাই মুক্তি পাবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে। আর ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডায়। এরপর ২৮ জুলাই থেকে অন্যান্য রাজ্যগুলোতে মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে প্রথম বাংলা সিনেমা হিসেবে সৌদি আরবে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহের ২৫টি শোর প্রায় ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us