সুনামগঞ্জে বৃষ্টিপাত কিছুটা কমলেও দুই নদীর পানি তিনটি পয়েন্টে বিপৎসীমার উপরে আছে।
রোববার সকালে শহরের কাজির পয়েন্টসহ কিছু এলাকার রাস্তাঘাট প্লাবিত হলেও বিকালে পানি নেমে গেছে। তবে নিম্নাঞ্চল ও হাওরাঞ্চলের নীচু রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
এতে সড়কের উপর নির্ভরশীল মানুষদের দুর্ভোগ হলেও বর্ষায় নৌকায় যাতায়াতকারীদের চলাচল সহজ হয়েছে।
এই পরিস্থিতিকে বর্ষার ‘স্বাভাবিক বন্যা’ বলে অভিহিত করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।