বর্ষাকালে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে, সেইসঙ্গে চুলও বাদ যায় না। এসময় চুল পড়ার পরিমাণ বেড়ে যায়, চুলে আঠালো ভাব হয়। এমনকী চুলে হাত দিলেও চুল উঠে আসতে দেখা যায়। প্রতিদিন শ্যাম্পু করেও অনেক সময় মুক্তি মেলে না। তাই এসময় চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-
আবহাওয়ার প্রভাব
আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের চুলেও পড়ে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রায়ও তারতম্য হয়। যে কারণে তার প্রভাব পড়ে আমাদের শরীরে। ত্বক এবং চুলে আঁচড়টা পড়ে সবার আগে। আবহাওয়া পরিবর্তনের সময় বাতাসে আর্দ্রতার মাত্রাও ওঠানামা করে। ফলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। সেইসঙ্গে চুলের উজ্জ্বলতাও কমে যায়।