অপরিকল্পিত নগরায়ণ ও জনসংখ্যার চাপের কারণে সমস্যাবহুল শহর এখন রাজধানী ঢাকা। সেসব সমস্যা ও অ্যবস্থাপনার প্রতিফলনই আমরা দেখি নানা সময়ে নানা দুর্ঘটনার মধ্য দিয়ে। তখন ঢাকাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞরা সরব হন।
যদিও কয়েক দিনেই তা মিলিয়ে যায়। তবে অনেকটা আলোচনার বাইরে এমন একটি সমস্যা হচ্ছে পাবলিক টয়লেট বা গণশৌচাগারের অপ্রতুলতা। কয়েক কোটি মানুষের এ শহরে যে পরিমাণ গণশৌচাগার থাকার কথা, তা নেই। সিটি করপোরেশন এই ব্যবস্থাপনা গড়ে তোলার কথা থাকলেও তারা সেই অর্থে মনোযোগী নয়।
তাদের জন্য অনুপ্রেরণা হতে পারেন ঢাকার উত্তরার মো. আরিফ বেপারী। ব্যক্তিগত উদ্যোগে বিনা মূল্যে একটি গণশৌচাগার চালাচ্ছেন তিনি, তা-ও ২৩ বছর ধরে। এই দীর্ঘ সময়ে হাজার হাজার মানুষ তাঁর সেবা নিয়েছেন। এমন জনসেবামূলক কর্মকাণ্ড বর্তমান সময়ে বিরল।