প্রতিদিনই নিত্যনতুন অ্যাপের সঙ্গে পরিচয় হচ্ছে আমাদের। এর মধ্যে কিছু অ্যাপে থাকে দারুণ সব ফিচার, এমনকি লোভনীয় অফার। ফলে, কম-বেশি সবাই এসব অ্যাপ ডাউনলোড করে থাকি।
ইন্সটল করার সময় অ্যাপগুলো অনেক কিছুর অ্যাকসেস চায়। আমরা না বুঝেও অনেক সময় সব অ্যাকসেস দিয়ে অ্যাপটি চালু করি। ঠিক এখানেই আমরা হয়তো সবচেয়ে বড় ভুলটি করে ফেলি।
এভাবে অ্যাকসেস পাওয়ার পর সাইবার অপরাধীরা আপনার অগোচরে আপনার সব তথ্য নিজ সার্ভারে নিয়ে নিতে পারে। তাই, এটা জানা খুবই জরুরি যে আপনার মোবাইলে ডাউনলোড করা অ্যাপটি আসল না নকল।
যেকোনো অ্যাপ অবশ্যই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইন্সটল করা উচিত। এতে নকল অ্যাপ ইন্সটল হওয়ার ঝুঁকি কম থাকে।
গুগল প্লে স্টোর
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে অনেক অ্যাপের সমাহার দেখতে পান। কিন্তু, এর মধ্যে সব অ্যাপ সমান নিরাপত্তা নিশ্চিত করবে না। তাই কোনো অ্যাপ ডাউনলোড করার আগে এর রেটিং দেখা উচিৎ এবং ব্যবহারকারীদের রিভিউ পড়া উচিৎ। রিভিউ ভালো হলে তবেই ডাউনলোড করা তুলনামূলক নিরাপদ।