যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে একটি ব্লক পার্টিতে গুলিতে দুজন নিহত হয়েহেন এবং আহত হয়েছেন অন্তত ২৮ জন।
এই ঘটনায় নয়জনকে ওই অঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর। রোববার এই ঘটনা ঘটে।
বাল্টিমোর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার রিচার্ড ওরলে বলেন, ১২টা ৩০ মিনিটের দিকে পুলিশ বেশ কয়েকটি ফোনকল পায়। পুলিশ গিয়ে এক নারীকে মৃত এবং নয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়।