সংবিধান কাটাছেঁড়া করে গণতন্ত্র ও সুশাসন হয় না

কালের কণ্ঠ মমতাজউদ্দীন পাটোয়ারী প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ১৪:০৪

গণতন্ত্র ও সুশাসনের কথা অহরহই আমরা শুনি। বিদেশিরাও আমাদের সবক দিতে কার্পণ্য করে না। দেশেও অনেকেই গণতন্ত্র ও সুশাসনের কথা বলছেন। কিন্তু তাঁদের উপদেশ, ফরমাশ আর সবক দেওয়ার দৃশ্য দেখে মনে হয়, আহা এই মানুষগুলোই যদি ক্ষমতায় যেতেন, তাহলে বোধ হয় আমাদের দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হতো।


কিন্তু একটু পেছনের দিকে তাকালেই দেখি তাঁরা কিংবা তাঁদের দল তো দীর্ঘ দিন দেশ শাসন করেছিল, ‘বহুদলীয়’ গণতন্ত্রের এক আনন্দদায়ক গান চিরকাল শুনিয়েছে, এখনো শোনাচ্ছে। কিন্তু গণতন্ত্র ও সুশাসন তখন কতটা ছিল সেই দৃশ্য দেখতে হাবলের টেলিস্কোপ এনে বোধ হয় চেষ্টা করা যেতে পারে। এখন তাঁদেরই উত্তরসূরিরা দেশ থেকে তাঁদের ভাষায় ‘হারিয়ে যাওয়া’ গণতন্ত্র ও সুশাসন দেওয়ার জন্যই এত ‘ত্যাগ’ ও ‘আন্দোলন’ করে যাচ্ছেন!


এসব শুনতে শুনতে তো অনেকের বয়স ৫০ পার হয়ে গেছে। কিন্তু গণতন্ত্র ও সুশাসন তাঁদের দাবি মোতাবেক দেশে আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us