পাঁচ সদস্যের পরিবারের চারজনই ব্যবসা-বাণিজ্য নিয়ে পড়েছেন। এই চারজনেরই চাওয়া ছিল, তাঁদের মধ্যে ‘সবচেয়ে মেধাবী’ তানজিমা তাবাসসুম আলীও সেই পথেই হাঁটুক। কিন্তু তানজিমার পছন্দ যে মনোবিজ্ঞান! মা-বাবা একটু মন খারাপ করলেও মনোবিজ্ঞানেই স্নাতক করতে গত বছর মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ায় ভর্তি হন তিনি।
কিন্তু সেখানে মন টিকল না। এ বছর জানুয়ারিতে তাই দেশে ফিরে আসেন তানজিমা। সময়টা তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আত্মবিশ্বাস পাচ্ছিলেন না। ‘বিদেশে টিকতে পারল না, দেশে পড়তে পারবে?’ অনেকের এমন মন্তব্য তাঁকে আরও দ্বিধায় ফেলে দেয়। তারপরও মায়ের উৎসাহে তিনি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। মা শামীম আরা খানম বলেন, ‘ভর্তি পরীক্ষার তখন মাত্র ১১৩ দিন বাকি। এই সময়ে কঠোর পরিশ্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) সুযোগ পায় মেয়ে। মেধা তালিকায় ওর অবস্থান ছিল দশম। জুলাইয়ের প্রথম সপ্তাহে ভর্তি–প্রক্রিয়া শেষ হবে।’